বাহরাইন যেতে কত টাকা লাগে ২০২৫

আপনি কি বাহরাইন যাওয়ার কথা ভাবছেন?তাহলে আমার এই লিখাটি পড়ে আশা করি আপনার উপকার হবে।আমার এই লিখাটিতে বাহরাইন যেতে কত টাকা লাগে,বাহরাইনে কোন কাজের চাহিদা বেশি,কোন কাজের বেতন কত,ভিসা পাওয়ার উপায় সহ প্রয়োজনীয় সব কিছু নিয়ে আলোচনা করবো।
বাহরাইন- যেতে- কত- টাকা- লাগে
বাহরাইন যেতে কত টাকা লাগে প্রশ্নটির উত্তর নির্ভর করে ভিসার ধরণ,ট্রাভেল এজেন্সি, ফ্লাইট খরচ, ভিসা ফি, মেডিকেল, থাকা খাওয়ার খরচসহ বিভিন্ন বিষয়ের ওপর।আমরা ২০২৫ সালের তথ্য অনুযায়ী বাহরাইন যাওয়ার পুরো প্রক্রিয়ার বিস্তারিত আলোচনা করব । চলুন তাহলে শুরু করা যাক।

পেজ সূচিপত্র:বাহরাইন যেতে কত টাকা লাগে ২০২৫

বাহরাইন সম্পর্কে জানুন

বাহরাইন যাওয়ার কথা ভাবলে বাহরাইন যেতে কত টাকা লাগে তা জানা দরকার।বাহরাইন মধ্যপ্রাচ্যের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দ্বীপ রাষ্ট্র।বাহরাইন পারস্য উপসাগরের একটি দ্বীপরাষ্ট্র যার পশ্চিমে সৌদি আরব ও পূর্বে কাতার অবস্থিত। বাহরাইন ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত এবং বাহরাইনের আয়তন মাত্র ৭৮০ বর্গকিলোমিটার।বাহরাইনের মুদ্রার নাম দিনার।

এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র ফলে বাহরাইনের প্রধান ধর্ম ইসলাম।মুসলিমদের মধ্যে শিয়া জনগোষ্ঠীর মানুষ বেশি এবং সুন্নির সংখ্যা কম। তবে অন্যান্য ধর্মের মানুষও শান্তিপূর্ণভাবে দেশটিতে বসবাস করতে পারে।

২০২৩ সালের হিসাব অনুযায়ী বাহরাইনের জনসংখ্যা প্রায় ১৫লাখ।যার মধ্যে প্রায় ৭লাখ জন্মগতভাবে বাহরাইনের নাগরিক এবং আর বাকিটা প্রবাসী।মানামা বাহরাইনের বৃহত্তম শহর ও রাজধানী।বাহরাইনের সরকারি ভাষা আরবি তবে ইংরেজি ও ব্যাপকভাবে প্রচলিত।

বাহরাইন যাওয়ার উপায়

বাহরাইন যেতে কত টাকা লাগে তা নির্ভর করে আপনি সরকারি না বেসরকারি মাধ্যমে যাচ্ছেন এবং ভিসার ধরন ও সুযোগ সুবিধার উপর।বাহরাইনসহ পৃথিবীর যেকোনো দেশে যাওয়ার জন্য প্রথম ধাপ ভিসার জন্য আবেদন করা।সাধারণত ওয়ার্কিং ভিসা,ভিজিটিং ভিসার,ব্যবসার ভিসার মাধ্যমে মানুষ বাহরাইন যেয়ে থাকে।সরকারি এবং বেসরকারি দুই উপায়েই বাংলাদেশ থেকে বাহরাইনে কাজের ভিসা পাওয়া যায়।


বিদেশে কর্মসংস্থানের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে সরকারি ভাবে অল্প খরচে, নিরাপদ ভাবে বাহরাইনে যাওয়া যায়।সেজন্য আপনাকে বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে এবং নিয়মিত বোয়েসেলের ওয়েবসাইটে ঢুকে আপডেট দেখতে হবে।কর্মী নিয়োগের সার্কুলার প্রকাশিত হলো কিনা সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।

আর আপনি যদি বেসরকারি ভাবে যেতে হলে বিভিন্ন এজেন্সি রয়েছে যারা বিভিন্ন পেশার কাজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে দিয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তবে অবশ্যই BMET অনুমোদিত ও বৈধ লাইসেন্সধারী এজেন্সির সাথে কাজ করতে হবে যাতে প্রতারণিত হতে না হয়।

আবার অনেকে নিজেরা বাহরাইন যাওয়ার জন্য সরাসরি স্পন্সরের মাধ্যমে ভিসা প্রসেস করে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে Job Offer Letter সংগ্রহ করতে হবে এবং নিজ উদ্যোগে ভিসা আবেদন করতে হবে।এই প্রক্রিয়াটি তুলনামূলক জটিল এবং ঝুঁকির সম্ভবনা রয়েছে।

আপনাকে পাসপোর্ট, ছবি, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, কাজের অফারপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।তথ্য যাচাই বাছাই হলে রিক্রুটিং এজেন্সি বাহরাইন সরকারের শ্রম মন্ত্রণালয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে। অনুমোদন পেলে আপনার নামে ই ভিসা ইস্যু করা হবে এবং ফ্লাইট বুকিং করা হবে।

ভিজিটিং ভিসার জন্য ই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হওয়ার ৬-৮ কর্মদিবসের মধ্যে পাওয়া যায়।ট্যুরিস্ট ভিসায় আপনি ১৪ দিন থেকে ৩ মাস পর্যন্ত থাকতে পারবেন। ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করা আইনগতভাবে নিষিদ্ধ। ব্যবসায়িক ভিসায় যেতে হলেও আগে থেকে বাহরাইনের কোনো প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র নিতে হয়।

বাহরাইনের ভিসা খোলা নাকি বন্ধ

বাহরাইন মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ একটি দেশ।প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য কর্মী কাজের জন্য বাহরাইনে যায়।বাহরাইন যেতে কত টাকা লাগে এটির সাথে জানা দরকার বাহরাইনের ভিসা খোলা নাকি বন্ধ।২০১৮ সাল থেকে বাহরাইন সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করে দেয়। 

২০১৮থেকে ২০২৫ সাল এই ৭ বছর ধরে ওয়ার্কিং ভিসা,ভিজিটিং ভিসার,ফ্যামিলি ভিসা নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য।বাংলাদেশিদের জন্য ভিসা আবার কবে চালু করবে এখনো সরকারিভাবে সেবিষয়ে নির্দিষ্ট কোনো আপডেট পাওয়া যায়নি।

সঠিক ও আপডেট তথ্য পেতে আপনাকে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে বোয়েসেল নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।কারণ ভিসা চালু সংক্রান্ত যেকোনো তথ্য প্রথমে সেখান থেকেই জানা যাবে।

বাহরাইন ভিসার আবেদনর জন্য কি কি কাগজপত্র লাগে

বাহরাইন ভিসার আবেদনের জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টস জমা দেওয়া বাধ্যতামূলক।ঠিকঠাক কাগজপত্র  জমা না দিলে ভিসার আবেদন বাতিল হতে পারে।ভিসার আবেদনর জন্য 
  1. বৈধ পাসপোর্ট যার অন্তত ৬ মাস মেয়াদ থাকতে হবে
  2. যথাযথভাবে পূরণ করা ভিসার আবেদনপত্র
  3. সাম্প্রতিক সাদা ব্যাকগ্রাউন্ডে  তোলা ২x২ ইঞ্চি সাইজের ২কপি ছবি
  4. রঙিন পাসপোর্টের কপি
  5. রিটার্ন এয়ার টিকিট
  6. হোটেল বুকিং এর কাগজ
  7. আর্থিক সচ্ছলতার প্রমাণ যেমন সর্বশেষ ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  8. কোম্পানির প্যাডে স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত Job Offer Letter
  9. স্পন্সরশিপ লেটার
  10. অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন-জন্ম সনদ,পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট,চারিত্রিক সনদপত্র,মেডিকেল রিপোর্ট,শিক্ষাগত যোগ্যতার সনদ সেফটির জন্য

মেডিকেল খরচ

মেডিকেল পরীক্ষার খরচ সাধারণত নির্ভর করে মেডিকেল সেন্টারের উপর।মেডিকেল পরীক্ষা ফি ৩০০০ থেকে ৫০০০ টাকা  হতে পারে।সাধারণ রক্ত, ইউরিন, এক্স রে, ফুসফুস, এইডস,হেপাটাইটিস,টিবি এসব রোগের পরীক্ষা করা হয়ে থাকে।

এছাড়া বাহরাইনের নির্দিষ্ট অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষা করাতে সার্টিফিকেট সহ বাংলাদেশি টাকায় প্রায় ৪০০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।সঠিক মেডিকেল রিপোর্ট ছাড়া বাহরাইন ভিসা পাওয়া যায় না।

বাহরাইনের ভিসা পেতে বয়স ও ভিসা ফি

বাহরাইনের ভিসা পাওয়ার বয়স

বাহরাইনে সাধারণত ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার ন্যূনতম বয়স ২১ থেকে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত।শুধুমাত্র চিকিৎসা, প্রকৌশল, শিক্ষা, ব্যাংকিং অতিরিক্ত অভিজ্ঞতার ৬০ বছরের বেশি বয়সের মানুষ আবেদন করতে পারবে।

বাহরাইনের ভিসা ফি

বাহরাইনের ওয়ার্ক পারমিট ভিসার ফি মূলত আবেদনকারীর ভিসার মেয়াদ, পেশা, কোন প্রক্রিয়ায় ভিসা নিচ্ছেন তার উপর নির্ভর করে।বাহরাইন শ্রম ও কর্মসংস্থান নিয়ন্ত্রক সংস্থা LMRA র নির্ধারিত ফি ৬ মাসের ওয়ার্ক পারমিট ও স্বাস্থ্যবীমাসহ মোট ৮৬ বাহরাইনি দিনার। 

১ বছরে ওয়ার্ক পারমিট ও স্বাস্থ্যবীমাসহ মোট ১৭২ বাহরাইনি দিনার।২ বছরের ওয়ার্ক পারমিট ও স্বাস্থ্যবীমাসহ মোট ৩৪৪ বাহরাইনি দিনার গুনতে হয়ে থাকে।প্রতিটি আবেদনপত্রের জন্য প্রশাসনিক ফি BHD ৫ দিতে হয়।

বাহরাইনে ২সপ্তাহের Single Entry এর টুরিস্ট ভিসার ফি ৯ BHD,১ মাসের Multi Entry ভিসার ফি ১৬ BHD.১বছরের Multi Entry ভিসার ফি ৪৪ BHD.অনলাইনে আবেদন করতে ৮ BHD প্রসেসিং ফি দিতে হয়।

বাহরাইনের ভিসা পেতে কতো সময় লাগে

বাহরাইনের ভিসা প্রক্রিয়া ভিসার ধরন, আবেদনকারীর অবস্থান এর ওপর নির্ভর করে।বাহরাইনের বাহিরের দেশ থেকে ওয়ার্ক পারমিট  ভিসা পেতে  ১৮-২৫ কর্মদিবস সময় লাগে।বাহরাইনের ভেতরে ওয়ার্ক পারমিট  ভিসা পেতে  ৩-১০ কর্মদিবস সময় লাগে।

অন্যদিকে যারা অনলাইনে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাদের  ভিসা ইস্যু হতে ৩ থেকে ৫ কর্মদিবসের মতো সময় লেগে থাকে।কাগজপত্র অসম্পূর্ণ থাকলে,বিশেষ যাচাইয়ের প্রয়োজন পরলে সময় আরও বেশি লাগতে পারে।

আর যারা Visa on Arrival ব্যবহার করতে চায় তাদের বাহরাইনে পৌঁছার পর সরাসরি বিমানবন্দর থেকেই ভিসা নিতে পারেন।এই প্রক্রিয়ায় সময় লাগে মাত্র কয়েক মিনিট থেকে ১ ঘণ্টা মত।

ট্রাভেল এজেন্সি ফি ও বিমানের টিকিটের দাম কেমন

ট্রাভেল এজেন্সি ফি

বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলো বাহরাইনের ওয়ার্ক ভিসা প্রসেসিংয়ের জন্য ১৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নিয়ে থাকে।এর মাধ্যমে ভিসা প্রসেস, মেডিকেল বুকিং ও রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সবকিছুই অন্তর্ভুক্ত থাকে। 

অনেক সময় অনেকের সাথেই ভুয়া ভিসার নামে প্রতারণা করে থাকে। তাই অবশ্যই BOESL অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সি থেকে সেবা নেওয়া উচিৎ তাদের লাইসেন্স নম্বর যাচাই করে। এবং পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে র্খোঁজ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

 বাংলাদেশ থেকে বাহরাইনের বিমানের টিকিটের দাম 

বাহরাইনে যাওয়ার জন্য প্লেনের টিকিটের খরচ নির্ভর করে আপনি কোন এয়ারলাইন ব্যবহার করছেন, কখন বুকিং করছেন,ইকোনমি নাকি বিজনেস কোন শ্রেণির টিকিট নিচ্ছেন তার উপর।বাংলাদেশ থেকে বাহরাইন ওয়ান ওয়ে এয়ার টিকিটের দাম

গালফ এয়ার বিমানের টিকিটের দাম

Gulf -Air


কাতার এয়ারওয়েজ বিমানের টিকিটের দাম


qatar-airways


এমিরেটস এয়ারলাইন বিমানের ও এয়ার অ্যারাবিয়া বিমানের টিকিটের দাম

emirates

ইন্ডিগো এয়ারলাইনসে বিমানের টিকিটের দাম

indigo-airlines



এই ভাড়া সময় এবং অন্যান্য ফ্যাক্টর অনুযায়ী পরিবর্তিত হতে থাকে।

বাহরাইনে কোন কাজের চাহিদা ও বেতন বেশি

বাহরাইনে শ্রমিক এবং পেশাজীবীদের বেতন প্রকৃতপক্ষে কাজের ধরন, অভিজ্ঞতা, পেশার উপর নির্ভর করে। বাহরাইনে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, পাকিস্তানসহ নানা দেশের মানুষ কাজ করতে আসে।ক্লিনার হিসেবে  স্কুল,হাসপাতাল, অফিস , শপিং মলে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতে হয়।

যাদের গড় বেতন মাসে ৯০-১২০ BHD. অনেক কোম্পানি থাকা ও খাওয়া ফ্রি দেয় ফলে আয় সঞ্চয় করা সহজ হয়।কম্পানির হেলপার,ফ্যাক্টরির ওয়ার্কারদের দায়িত্ব পণ্য তোলা নামানো, প্যাকিং, মেশিনে সহযোগিতা।

কম্পানির হেলপার,ফ্যাক্টরির ওয়ার্কারদের গড় বেতন মাস ১০০-১৫০ BHD.মাসে ওভারটাইম হিসেবে অতিরিক্ত ২০-৪০ BHD আয় করা যায়।তবে সবার মধ্যে চিকিৎসা, আইটি ও টেলিকম, প্রকৌশল, নির্মাণ, হোটেল রেস্টুরেন্ট স্টাফ, ড্রাইভিং পেশার কাজগুলোর চাহিদা বেশি।চলুন চাহিদাসম্পূর্ণ কাজগুলোর বেতন সম্পর্কে জানা যাক
পেশা চাহিদা মাসিক বেতন বাহরাইনি দিনার বাংলাদেশী টাকা
ডাক্তার খুব বেশি ১,৫০০-৪,৫০০ ৪.৫ - ১৩.৫ লাখ
নার্স বেশি ৫০০-৯০০ ১.৫ - ২.৭ লাখ
IT বেশি ১,২০০-৪,০০০ ৩.৬ - ১২ লাখ
ইঞ্জিনিয়ার বেশি ৮০০-২,০০০ ২.৪ - ৬ লাখ
নির্মাণ শ্রমিক মাঝারি ২০০-৩৫০ ৬০,০০০ - ১,০৫,০০০
হোটেল-রেস্টুরেন্ট স্টাফ বেশি ২৫০-৬০০ ৭৫,০০০- ১.৮ লাখ
ড্রাইভার মাঝারি ২০০-৩০০ ৬০,০০০ - ৯০,০০০

বাহরাইনে থাকার ও খাওয়ার খরচ কেমন

বাহরাইনে প্রবাসীদের জন্য থাকা ও খাওয়ার খরচ মূলত নির্ভর করে আপনি কোথায় থাকছেন মুহাররাক, মানামা, রিফা শহরের দিকে নাকি মেইন শহরের বাইরে। আপনি কোম্পানির হোস্টেলে থাকছেন নাকি ব্যক্তিগতভাবে ভাড়া নিয়ে এবং নিজের রান্না করে খাবেন না কি বাইরে তার ওপর।আসুন জেনে নেওয়া যাক।

থাকার খরচ

বেশিরভাগ কোম্পানির কর্মীদের ফ্রি থাকার ব্যবস্থা থাকে ডরমেটরি টাইপের জায়গায়।যেখানে এক রুমে ৪-৬ জন  থাকে এবং বিছানা, টয়লেট, পানির ব্যবস্থা রয়েছে।নিজে বাসা ভাড়া নিলে শেয়ার রুম ২-৩ জন এক সাথে থাকতে হয় মাসে ২৫-৫০ BHD খরচ হতে পারে।

১ বেডরুম অ্যাপার্টমেন্ট ভাড়া নিলে মাসে ১৫০-২৮০ BHD খরচ হতে পারে অ্যাপার্টমেন্টের কন্ডিশন অনুসারে। এছাড়া বিদ্যুৎ,গ্যাস,ইন্টারনেট সবমিলিয়ে মাসে ১৫-২৫ BHD খরচ হতে পারে।

খাওয়ার খরচ

অনেক কোম্পানি দিনে ২ থেকে ৩ বেলা খাবার ফ্রি দিয়ে থাকে।নিজে রান্না করে খাইলে মাসে গড়ে ২৫ থেকে ৪০ BHD খরচ হইতে পারে।এছাড়া বাইরে খেলে সাধারণ মানের রেস্টুরেন্টে মাসে গড়ে ৫০-৮০ BHD অথবা এর চাইতে একটু বেশি খরচ হইতে পারে।সেটা আপনার ওপর নির্ভর করবে আপনি কেমন মানের রেস্টুরেন্টে খাবেন তার ওপর।

বাহরাইন কারেন্সি রেট

বাহরাইনের সরকারি মুদ্রার নাম হলো বাহরাইনি দিনার সংক্ষেপে BHD।বাহরাইন বিশ্বের অন্যতম শক্তিশালী ও স্থিতিশীল মুদ্রার দেশ হিসেবে পরিচিত।বাহরাইনি দিনারে ১ BHD প্রায় ২.৬৬ মার্কিন ডলার হয়ে থাকে।বাংলাদেশি টাকায় দিনারের মান তুলনামূলকভাবে অনেক বেশি।


বর্তমানে ১ বাহরাইনি দিনার বাংলাদেশের টাকায় প্রায় ৩২৪ থেকে ৩২৫ টাকা।তবে  মানি চেঞ্জারের ফি অনুযায়ী এই রেটের সামান্য উঠানামা হতে পারে।আপনার লেনদেন যেন নিরাপদ ও লাভজনক হয় সেজন্য বর্তমান মানি এক্সচেঞ্জ রেট ভালোভাবে যাচাই করে নেয়া উচিত।

বাহরাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ও সতর্কতা

বাহরাইন একটি ছোট কিন্তু উন্নত ও ধনী উপসাগরীয় একটি দেশ।প্রতি বছর হাজার হাজার বিদেশি কাজের জন্য বাহরাইনে যান।বাহরাইন যেতে কত টাকা লাগে এটি জানার পাশাপাশি বাহরাইন যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কতা জেনে নেওয়া জরুরি।

ভিসার সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা নেওয়ার আগে অবশ্যই এজেন্সিটি সরকার অনুমোদিত কিনা তা যাচাই করা অত্যন্ত জরুরি।কারণ জাল ভিসা নিয়ে গেলে আপনি বাহরাইন গিয়ে প্রতারণার শিকার হতে পারেন এমনকি জেলে যাওয়ার ঝুঁকিও থাকে।

বাহরাইনে যাওয়ার আগে কাজের চুক্তি ও শর্তাদি ভালোভাবে পড়া উচিত।কারণ অনেক সময় দেখা যায় চুক্তিতে এক রকম লেখা থাকলেও বাস্তবে অন্য রকম কাজ দেওয়া হয়ে থাকে। তাই বিদেশে যাওয়ার আগে নিজের চাকরির ধরন, বেতন, থাকা খাওয়ার ব্যবস্থা ও ছুটির শর্ত ভালোভাবে জেনে ও লিখিত প্রমাণ সহ যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।

বাহরাইনের আইন কানুন অনেক কড়া। এখানে মাদক, চুরি, ঝগড়া, অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই বিদেশে গিয়ে নিজেকে সৎ ও নিয়মানুবর্তী রাখা অত্যন্ত প্রয়োজনীয়।এছাড়া জরুরি যোগাযোগ যেমন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের নম্বর, স্থানীয় আইন সহায়তা এবং বিশ্বস্ত পরিচিতজনের ঠিকানা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ প্রবাস জীবনে এসব তথ্য অনেক সময় জীবন রক্ষা করতে পারে।বিদেশে ভুল সিদ্ধান্ত ও অসতর্কতা আপনাকে চরম বিপদে ফেলতে পারে।এবং সঠিক তথ্য, বিশ্বস্ত উৎস ও প্রয়োজনীয় সতর্কতা আপনাকে  নিরাপদ রাখতে সাহায্য করবে।

লেখকের শেষ মন্তব্য:বাহরাইন যেতে কত টাকা লাগে ২০২৫ 

বাহরাইন যেতে কত টাকা লাগে তা নির্ভর করে অপনি সরকারি না বেসরকারি কোন উপায়ে যাচ্ছেন। খরচের মধ্যে রয়েছে ভিসা ফি, মেডিকেল পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, ট্রাভেল এজেন্সি ফি, বিমানের টিকিট, মানি এক্সচেঞ্জ এবং প্রাথমিক কিছু খরচ।

তাই বাহরাইন যাওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন আপনি যেখান থেকে যাচ্ছেন তা আইনগতভাবে বৈধ কিনা এবং সব খরচের রসিদ ও চুক্তিপত্র নিজের কাছেই হাখার চেষ্টা করুন। নিরাপদ ও সফল প্রবাস জীবনের জন্য সচেতনতা এবং সঠিক সিদ্ধান্তই সবচেয়ে বড় হাতিয়ার।ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url