কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায়

কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায় এই প্রশ্নটি আজকের যুগে খুবই জনপ্রিয় বিশেষ করে তাদের জন্য যারা ঘরে বসেই অনলাইনে ইনকাম করতে চান।বর্তমানে ফেসবুক সামাজিক যোগাযোগ এর মাধ্যম এর পাশাপাশি একটি শক্তিশালী আয়ের প্ল্যাটফর্মও।কিন্তু ফেসবুক থেকে আয় করতে হলে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী আপনার পেজ প্রস্তুত করতে হবে।
কিভাবে- একটি- মনিটাইজ- ফেসবুক- পেজ- তৈরি- করা- যায়


একটি মনিটাইজযোগ্য ফেসবুক পেজ তৈরি করতে হলে নির্দিষ্ট কিছু ধাপ মেনে করতে হয় যেমন: ভ্যালুযুক্ত কনটেন্ট তৈরি, নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার অর্জন, নির্ভরযোগ্যতা তৈরি এবং ফেসবুকের শর্তাবলী মেনে চলা।এই লেখায় আমরা ধাপে ধাপে জানাবো কীভাবে আপনি একটি সফল এবং সম্পূর্ণ মনিটাইজযোগ্য ফেসবুক পেজ তৈরি করতে পারেন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে।চলুন শুরু করি।

পেজ ‍সূচিপত্র:কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায়

মনিটাইজেশন কী ও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি

কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায় তা জানলে আপনি সহজেই নিজের কনটেন্ট থেকে ইনকাম করতে পারবেন।মনিটাইজেশন হলো অনলাইনে কনটেন্ট যেমন- ভিডিও, ছবি, লেখা ব্যবহার করে আয় করার একটি পদ্ধতি।আপনি যদি ফেসবুকের নিয়ম অনুযায়ী ফেসবুকে কনটেন্ট তৈরি করেনতাহলে আপনি সেই কনটেন্ট থেকে আয় করতে পারবেন এটাকেই ফেসবুক মনিটাইজেশন বলা হয়।

ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হলো ফেসবুকের কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত যেগুলো একজন কনটেন্ট ক্রিয়েটরকে ইনকামের যোগ্যতা পাওয়ার জন্য মেনে চলতে হয়।ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার বুঝার জন্য সহজ ভাষায় দেওয়া হলো।

কন্টেন্টের মালিকানা ও অধিকার

আপনার অবশ্যই যে কনটেন্ট থেকে আয় করতে চান তার মালিক হতে হবে বা প্রয়োজনীয় অনুমতি থাকতে হবে।অন্য কারো কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘন করলে মনিটাইজেশন বাতিল হতে পারে।ইউজার জেনারেটেড কনটেন্ট হলে অবশ্যই অনুমোদন নিতে হবে।

কনটেন্টের ধরন ও গুণগত মান

আপনার কনটেন্ট অবশ্যই Facebook Community Standards অনুযায়ী হতে হবে।সহিংসতা, বিদ্বেষমূলক বক্তব্য, গালি গালাজ, অবমাননাকর, ক্ষতিকর বিষয়বস্তু থাকতে পারবে না।বিভ্রান্তিকর তথ্য, মিথ্যা সংবাদ থাকলে মনিটাইজেশন বন্ধ হতে পারে।

মনিটাইজেশনের জন্য উপযুক্ত কনটেন্ট

ভিডিও, রিলস, লাইভ স্ট্রিম, আর্টিকেল ও অন্যান্য ফরম্যাট হতে পারে।কনটেন্ট দর্শকের জন্য মূল্যবান ও আকর্ষণীয় হতে হবে।ফেসবুকের নির্দিষ্ট In stream Ads ফরম্যাট অনুসরণ করতে হবে।

স্পনসরশিপ ও ব্র্যান্ড অংশীদারি

ব্র্যান্ড সহযোগিতা, স্পনসরশিপ সম্পর্কিত কনটেন্ট হলে অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।পেইড পার্টনারশিপ ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক।

নিয়মিত কনটেন্ট প্রকাশ ও সক্রিয়তা

মনিটাইজেশন চালু রাখতে নিয়মিত ও মানসম্পন্ন কনটেন্ট আপলোড করতে হবে ও পেজে সক্রিয়তা থাকতে হবে।

বিজ্ঞাপন নীতিমালা

বিজ্ঞাপনে নিষিদ্ধ বা সীমাবদ্ধ বিষয়বস্তু ব্যবহার করা যাবে না।বিজ্ঞাপনগুলো দর্শকের জন্য ঝামেলা বা বিরক্তিকর না হওয়া।

মনিটাইজেশন বাতিলের কারণ

ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করলে মনিটাইজেশন বাতিল হতে পারে।কপিরাইট অভিযোগ, নকল কনটেন্ট, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ, স্প্যামিং ইত্যাদি কারণে মনিটাইজেশন বাতিল হতে পারে।

পেজ তৈরির সঠিক ধাপ

আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।যদি নতুন হন তাহলে প্রথমে facebook.comএকটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল তৈরি করতে হবে।প্রোফাইল তৈরি করার সময় আপনার নাম, জন্ম তারিখ, ইমেইল বা মোবাইল নম্বর অবশ্যই সঠিকভাবে দিন।


ফেসবুক হোমপেজে যেয়ে আপনার ছবির ওপর ক্লিক করলে উপরের মেনু থেকে Pages অপশন দেখা হেলে Pages অপশন সিলেক্ট করলে create অপশন এ যান।এখানে আপনি Business or Brand, Community or Public Figure দুই ধরনের পেজ তৈরির অপশন দেখতে পাবেন।

যদি আপনি কোনো ব্যবসা, ব্র্যান্ড, দোকান, কোম্পানির পেজ তৈরি করতে চান তাহলে Business or Brand নির্বাচন করুন।যদি আপনি ব্যক্তিগত ব্র্যান্ড, কমিউনিটি, পাবলিক ফিগার হিসেবে পেজ চালাতে চান তাহলে Community or Public Figure এ ক্লিক করুন।

পেজের জন্য এমন নাম দিন যা আপনার ব্র্যান্ড বা কনটেন্টের সাথে মেলে ও সহজে মনে থাকবে এবং স্পেলিং ভুলও কম হবে।পেজের নাম দিয়ে Next ক্লিক করুন।এরপর ক্যাটাগরি বাছাই করুন।ক্যাটাগরি হিসেবে আপনি যেমন Online Store, Digital Creator, Artist, Entrepreneur ইত্যাদি নির্বাচন করতে পারেন।

ক্যাটাগরি নির্বাচনের সময় ফেসবুক আপনাকে কিছু সাবক্যাটাগরি সাজেস্ট করবে সেগুলো থেকেও বেছে নিতে পারেন।সাধারণত মনিটাইজেশনের জন্য Business or Brand পেজই বেশি উপযোগী।যদি আপনার ব্যবসার অফিস, দোকান থাকে তাহলে ঠিকানা দিন না থাকলে Online উল্লেখ করতে পারেন।

ফোন নম্বর ও ওয়েবসাইট URL থাকলে যুক্ত করুন।About Sectionএ আপনার পেজ সম্পর্কে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক বর্ণনা লিখুন।আপনার লোগো, প্রোফাইলের পরিচিতর জন্য প্রোফাইল ছবি দিন।প্রোফাইল ছবি ১৮০x১৮০ পিক্সেল হলে ভালো হয়।

কভারের  ছবি পেজের বিষয়বস্তু প্রতিফলিত এমন ছবি দিন।কভার ছবি ৮২০x৩১২ পিক্সেল হলে ভালো হয়।উচ্চমানের এবং আকর্ষণীয় ছবি হলে ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ সহজ হয়।

পেজ সেটিংস কনফিগার করতে Messaging Enable করে দিন যেন ভিজিটররা সরাসরি পেজে মেসেজ পাঠাতে পারে।আপনি যদি অন্য কাউকে ম্যানেজার, এডিটর,মোডারেটর বানাতে চান সেটি এইখানে সেট করুন।আপনি কেমন নোটিফিকেশন পেতে চান তা কাস্টমাইজ করতে পারবেন।যদি প্রয়োজন হয় নির্দিষ্ট দেশ বা বয়সভিত্তিক সীমাবদ্ধতাও দিতে পারেন।

পেজ চালু করার পর প্রথমেই একটি আকর্ষণীয় পোস্ট দিন।পোস্টটি হতে পারে ওয়েলকাম মেসেজ, পেজের উদ্দেশ্য, বিশেষ অফার,পরিচিতি।ভিডিও, ছবি অথবা টেক্সট ফরম্যাট যে কোনোকিছু দিতে পারেন।

চেষ্টা করুন পোস্টটি সংক্ষিপ্ত, স্পষ্ট এবং প্রাসঙ্গিক রাখার।পেজ পাবলিকলি চালু করুন যেন সবাই পেজ দেখতে পারে।আপনার বন্ধু ও পরিবারকে পেজ লাইক ও ফলো করার জন্য আমন্ত্রণ জানান।পেজ লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন যেমন ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি।নিয়মিত সপ্তাহে কমপক্ষে ৩-৫টি পোস্ট দিন।

ভিডিও, ছবি, আর্টিকেল, রিলস, লাইভ সেশন চালু করুন।ফলোয়ারদের সঙ্গে কমেন্ট ও মেসেজে দ্রুত যোগাযোগ রাখার চেষ্টা করুন।এনগেজমেন্ট বাড়াতে প্রশ্ন, পোল, কুইজ চালাতে পারেন।ফেসবুকের মনিটাইজেশন শর্তাবলী যেমন ফলোয়ার সংখ্যা, ভিডিও ওয়াচ টাইম পূরণ করতে থাকুন।

Monetization Manager থেকে মনিটাইজেশন অন করার জন্য আবেদন করুন।নিয়মিত ফেসবুক পেজ মনিটরিং করুন এবং পলিসি পরিবর্তন সম্পর্কে আপডেট থাকার চেষ্টা করুন।Facebook Insights ব্যবহার করে পোস্ট পারফরম্যান্স ট্র্যাক করতে পারেন।

ফেসবুক পেজের জন্য কনটেন্ট স্ট্র্যাটেজি নির্ধারণের ধাপ

আপনার পেজের মূল উদ্দেশ্য ব্র্যান্ড সচেতনতা, প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা,শিক্ষামূলক বা এন্টারটেইনমেন্ট কনটেন্ট দেওয়া,মনিটাইজেশন করে আয় শুরু করা  নির্ধারণ করন।লক্ষ্য স্পষ্ট থাকলে কনটেন্টের ধরন ও টোন ঠিক করা সহজ হয়।

আপনার পেজের দর্শক কারা, বয়স, লিঙ্গ, আগ্রহ, অবস্থান সবমিলিয়ে টার্গেট অডিয়েন্স সনাক্ত করুন।তাদের চাহিদা ও পছন্দের ধরণ অনুযায়ী কনটেন্ট তৈরি করারচেষ্টা করুন।সপ্তাহে কয়টি পোস্ট করবেন তা ঠিক করতে কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করুন।স্পেশাল দিন যেমন উৎসব, ছুটি, ব্র্যান্ড সম্পর্কিত ইভেন্ট গুলো মনে রাখার চেষ্টা করুন ও সে অনুযায়ী পোষ্ট করুন।

এনগেজমেন্ট বাড়াতে ইভেন্ট, কুইজ দিতে পারেন।ইউনিক, মানসম্পন্ন ও টার্গেট অডিয়েন্সের উপযোগী কনটেন্ট তৈরি করুন।ভিডিওর ক্ষেত্রে ভালো লাইটিং, স্পষ্ট অডিও এবং আকর্ষণীয় এডিটিং নিশ্চিত করুন।টেক্সট পোস্টে সহজ ভাষা ব্যবহার করুন বেশি লম্বা না করে সংক্ষিপ্ত তথ্য দিন।

নিয়মিত Facebook Page Insights থেকে পোস্ট, ভিডিও, ওয়ার্চ টাইম ও এনগেজমেন্ট পর্যালোচনা করুন।যেগুলো ভালো পারফরম্যান্স করেছে সে জাতীয় কনটেন্ট বেশি তৈরি করার চেষ্টা করুন।অবশ্যই ফেসবুকের নির্দেশিকা অনুযায়ী কনটেন্ট তৈরি করুন যাতে মনিটাইজেশন বাধাগ্রস্ত না হয়।

রেগুলার এবং মানসম্পন্ন পোস্ট কিভাবে করবেন

ফেসবুক অ্যালগরিদম এমন পোস্টকেই বেশি প্রাধান্য দেয় যেগুলো রেগুলার, মানসম্পন্ন ও Facebook Monetization Policy মেনে চলে।আর কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারলে আপনি ঘরে বসেই কনটেন্ট তৈরি করে ফেসবুক থেকে আয় করার সুযোগ পাবেন।

রেগুলার পোস্ট করার সেরা কৌশল

সপ্তাহে ৩-৫ দিন পোস্ট করার পরিকল্পনা বানান।প্রতিটি দিন নির্দিষ্ট টাইপের কনটেন্ট নির্ধারণ করুন যেমন ধরুন রবিবার- Tips Video, মঙ্গলবার- কুইজ পোস্ট, বৃহস্পতিবার- রিলস, শুক্রবার- লাইভ এই ধরনের।


Facebook Creator Studio অথবা Meta Business Suite ব্যবহার করে আগেই পোস্ট শিডিউল করতে পারেন।ফলে প্রতিদিন ম্যানুয়ালি পোস্ট না দিলেও হবে।বিশেষ দিবস ঈদ, পূজা, স্বাধীনতা দিবস ইত্যাদি উপলক্ষে ও ইভেন্টের জন্য আগে থেকে কনটেন্ট তৈরি করে রাখুন যাতে পোষ্ট করতে ভুল না হয়।

মানসম্পন্ন পোস্ট তৈরির গাইডলাইন

নিজের ভাষায় Original এবং Value Driven কনটেন্ট দিন অন্যের পোষ্ট কপি না করারই চেষ্টা করবেন।এমন কনটেন্ট দিন যা দর্শকের কোনো সমস্যা সমাধান করে, আনন্দ দেয় বা শিখায়।ভিজুয়াল কোয়ালিটি ভালো রাখুন।ছবি বা ভিডিও যেন ঝাপসা না হয় পরিষ্কার, ভিডিও স্ট্যাবল ও অডিও ক্লিয়ার রাখুন।

প্রশ্ন করুন, মতামত চান এমন Engaging ক্যাপশন লিখুন।যেমন-আপনার প্রিয় কফির নাম কী?কমেন্টে জানান!কন্টেন্টের বিষয় অনুযায়ী জনপ্রিয় এবং মাঝারি জনপ্রিয় SEO ফ্রেন্ডলি হ্যাশট্যাগ ব্যবহার করুন।প্রথম ৩ সেকেন্ডেই আকর্ষণীয় কিছু বলুন প্রয়োজনে বাংলা সাবটাইটেল দিন এতে সবাই দেখবে ও  বুঝবে।

পোস্ট ডিজাইন করতে Canva,ভিডিও এডিটিং করতে CapCut,পোস্ট শিডিউল ও বিশ্লেষণে Meta Business Suite, ক্যাপশন, আইডিয়া ও স্ক্রিপ্ট লিখতে ChatGPT ব্যবহার করতে পারেন।

ফলোয়ার বাড়ানোর কৌশল

কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায় সে বিষয়ে সঠিক ধারণা থাকলে খুব সহজেই আপনি নিজের ব্র্যান্ড, ব্যক্তিগত পরিচিতিকে একটি ইনকাম সোর্সে রূপান্তর করতে পারবেন।ফলোয়ার বাড়াতে যেকোনো বিষয় নিয়ে এলোমেলো পোস্ট না করে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর কনটেন্ট তৈরি করুন।

ফ্যাশন, ফিটনেস, ভ্রমণ, ইসলামিক, খাবার, অনলাইন ইনকাম ইত্যাদির মধ্যে নির্দিষ্ট টপিক বেছে কাজ করুন।আপনার পেজের প্রোফাইল পিকচার, কভার ফটো এবং bio, about section প্রফেশনালভাবে সাজান।এতে আপনার পেজে নতুন ভিজিটর ভরসা পাবে এবং follow করতে আগ্রহী হবে।

ফলোয়ার বাড়াতে হলে রেগুলার এবং ইউনিক কনটেন্ট দেওয়া জরুরি।informative, inspiring, entertaining এমন কিছু দিন যা ভিউয়ারদের উপকারে আসে ও মুগ্ধ করে।Facebook Reels এখন সবচেয়ে বেশি রিচ পায়।প্রতিদিন শুরুতেই আকর্ষণীয় হুক থাকে এমন ১টা ৩০-৬০ সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড করুন এবং শেষে কিছু call-to-action Follow করতে ভুলবেন না দিতে পারেন।

বর্তমান সময়ের ভাইরাল বা আলোচিত বিষয় নিয়ে পোস্ট করলে অনেক নতুন দর্শকের কাছে পৌঁছায়।তবে তথ্য যাচাই বাছাই করে তারপর দিন এবং গুজব বা সেনসিটিভ বিষয় এড়িয়ে চলুন।প্রতিটি পোস্টের ক্যাপশনে গল্প, প্রশ্ন টাইপ কিছু লিখুন এবং সাথে প্রয়োজনীয় #হ্যাশট্যাগ ব্যবহার করুন।

দ্রুত কমেন্টের রিপ্লাই দিন।ইনবক্সে সম্মানজনকভাবে উত্তর দিন।মাঝে মাঝে লাইভে এসে দর্শকদের প্রশ্নের উত্তর দিতে পারেন।আপনার মতই টপিক নিয়ে কাজ করছে এমন পেজের সাথে কোলাবরেশন করুন।এতে দুপক্ষের ফলোয়াররাই একে অপরের কনটেন্ট দেখতে পায়।

আপনার নিস সম্পর্কিত কিছু একটিভ ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিয়ম অনুযায়ী নিজের কনটেন্ট শেয়ার করুন।এতে অর্গানিকভাবে ফলোয়ার বাড়বে।যদি আপনি দ্রুত ফলোয়ার চান তবে নির্দিষ্ট বাজেটে পেইজ প্রমোশন চালাতে পারেন।ফেসবুক অ্যাড দিয়ে সঠিক অডিয়েন্সকে টার্গেট করে পেজে ভিজিট ও ফলো বাড়ানো যায়।

ফেসবুক রিলস ভিডিও ও লাইভ মনিটাইজেশন

কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায় তার জন্য প্রথমেই বুঝতে হবে Facebook Content Monetization Policy মানা বাধ্যতামূলক।আপনি যদি এই নীতিগুলোর বাইরে যান তাহলে আপনার ভিডিও, রিলস ইনকাম যোগ্য হবে না।

Facebook Reels Play Bonus Program ও Ads on Reels এই দুটি মাধ্যমে রিলস থেকে ইনকাম করা যায়।সেজন্য আপনার পেজে অন্তত ৫,০০০ ফলোয়ার থাকতে হবে।গত ৩০ দিনে রিলসে কমপক্ষে ১ লাখ ভিউ থাকতে হবে।রিলস অবশ্যই কপিরাইট ফ্রি ও কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে।

আপনার পেজটি Facebook Partner Monetization Policies অনুসরণ করতে হবে।Overlay Ads রিলসের উপরে দেখানো হয় এবং Meta থেকে ইনভাইট পেলে Reels Play Bonus চালু হয়।মনিটাইজেশন চালু করতে পেজে Professional Mode অন করে Meta Creator Studio, Meta Business Suite এ যেয়ে Monetization থেকে Reels অপশনটি অন করতে পারবেন যদি eligible হন।

লাইভ স্ট্রিমিং এর সময় আপনি ইনকাম করতে পারেন Stars ও Instream Ads এর মাধ্যমে।পেজে কমপক্ষে ৫০০ ফলোয়ার ও ৬০০০০ মিনিট লাইভ ভিডিও ভিউ থককতে হবে।প্রতিটি লাইভ ভিডিও কমপক্ষে ৩ মিনিট হতে হবে।Facebook Partner Policy মানতে হবে।ফলোয়াররা যদি আপনাকে স্টার পাঠায় তবে প্রতি ১ স্টার = $0.0 ইনকাম করতে পারবেন।eligible হলে লাইভে বিজ্ঞাপনও চালানো যায়।

ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস কি এবং কিভাবে পাবেন

ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস এমন একটি মনিটাইজেশন ফিচার যার মাধ্যমে আপনি আপনার Facebook ভিডিও কনটেন্টে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন।এটি মূলত ভিডিওর শুরু, মাঝখানে অথবা শেষে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন চালায় যেটি ভিউয়াররা দেখে এবং সেই বিজ্ঞাপন থেকেই আপনি অর্থ উপার্জন করেন।

ইনস্ট্রিম অ্যাডসের ধরণ

  • Pre-roll ads ভিডিও শুরুর আগে চলে
  • Mid-roll ads  ৩ মিনিটের বেশি ভিডিওতে ভিডিওর মাঝে চলে
  • Post-roll ads ভিডিওর শেষে চলে
  • Image ads ভিডিওর নিচে ছোট ইমেজ বিজ্ঞাপন হিসেবে আসে

 ইন-স্ট্রিম অ্যাডস পাওয়ার যোগ্যতার শর্ত

ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস চালাতে হলে আপনার পেজকে কিছু শর্ত পূরণ করতে হবে।আপনার Facebook পেজে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে ও ৬ লাখ মিনিট ভিডিও ভিউ থাকতে হবে। ভিডিওগুলো ১ মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের হবে হবে।

কমপক্ষে ৫টি ভিডিও থাকতে হবে যেগুলো প্রত্যেকটি ১ মিনিটের বেশি।Facebook’s Partner Monetization Policies এবং Content Monetization Policies মেনে চলতে হবে।সব দেশ থেকে ইনস্ট্রিম অ্যাডস চালানো যায় না তবে বর্তমানে বাংলাদেশে সাপোর্ট করে।

ইন-স্ট্রিম অ্যাডস চালু করতে আপনার পেজে Professional Mode চালু করতে হবে।এরপর Meta Business Suite এ প্রবেশ করে মেনু থেকে Monetization থেকে In-Stream Ads নির্বাচন করতে হবে।যদি আপনি যোগ্য হন তাহলে Set Up অথবা Start বাটন পাবেন। Start বাটন পেলে আপনার পেমেন্ট তথ্য Bank Information যুক্ত করতে হবে।

যে কনটেন্টে ইনস্ট্রিম অ্যাডস চালাতে পারবেন না

  • কপিরাইটযুক্ত ভিডিও
  • রিঅ্যাকশন ভিডিও বা টিকটক রিপোস্ট
  • সহিংসতা, বিভ্রান্তিকর তথ্য
  • অশ্লীল, রাজনৈতিক উত্তেজনাকর কনটেন্ট

কোন কোন ভুল করলে মনিটাইজেশন বাতিল হয়

কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায় তা জানলে আপনার সৃজনশীলতা ও সময়কে অর্থে রূপান্তর করা আর কঠিন থাকবে না।ফেসবুক থেকে আয় করতে হলে শুধু ভালো কনটেন্ট বানালেই হবে না বরং কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কঠোরভাবে মানতে হয়।অনেকেই অজান্তেই এমন কিছু ভুল করে বসে যার ফলে Facebook পেজের মনিটাইজেশন অফ করে দেয়।


চলুন জেনে নেওয়া যাক কোন কোন ভুল করলে আপনার পেজের আয় বন্ধ হয়ে যেতে পারে।অন্যের তৈরি ভিডিও, গান, ছবি, লেখা অনুমতি ছাড়া ব্যবহার করলে Facebook সেটিকে কপিরাইট ইনফ্রিংমেন্ট হিসেবে চিহ্নিত করে।বারবার করলে আপনার মনিটাইজেশন স্থায়ীভাবে বাতিল হতে পারে।

ফেসবুকের একটি নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইন আছে যেখানে বলা আছে কী ধরণের কনটেন্ট গ্রহণযোগ্য না।যেসব বিষয় পোস্ট করলে বিপদ হতে পারে চলুন জানি সহিংসতা, মারামারি, রক্তপাতের দৃশ্য, ধর্মীয় বিদ্বেষ, জাতিগত ঘৃণা,গুজব বা ভুল তথ্য ছড়ানো,অশ্লীল বা প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর ভিডিও।এসবের কারণে ভিডিও demonetize অথবা পেজের ইনকামিং অপশন বন্ধ হয়ে যায়।

স্প্যামিং অথবা Misleading Engagement যেমন Like, Share, Comment baiting করে ফেসবুক অ্যালগরিদমকে ভুল পথে নেওয়া একটি মারাত্মক ভুল।এর ফলে Engagement rate কমে যায়, reach কমে যায় এবং মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে।

যদি আপনার পেজের কনটেন্টে মানুষ বারবার রিপোর্ট করে।আবার আপনার ভিডিওতে যদি Dislike,Hide,Report বেশি পড়ে তাহলে Facebook বুঝে নেয় এটি ভালো কনটেন্ট না।ফলে Facebook অ্যালগরিদম থেকে বাদ পড়ে মনিটাইজেশন বন্ধ হতে পারে।

অনেকে ভুলভাবে ভিউ, ফলোয়ার বুস্ট করার জন্য পেইড বট সার্ভিস ব্যবহার করেন যা ফেসবুকের নীতিমালার বিরুদ্ধে।আবার পেজের নাম বারবার পরিবর্তন, অন্য মালিককে ট্রান্সফার করলে ফেসবুক সন্দেহ করে পেজটি স্প্যামারদের হাতে আছে।যার ফলে ইনস্ট্যান্ট আর্টিকেল, ইন-স্ট্রিম অ্যাড, রিল বোনাস বন্ধ হয়ে যেতে পারে।

যদি পেজে দীর্ঘদিন ধরে কোনো পোস্ট, কনটেন্ট না আসে অথবা Audience Engagement না থাকে তাহলে Facebook সেটিকে Ineligible ধরে এবং মনিটাইজেশন বন্ধ ও ভবিষ্যতে Reapply করার সুযোগও হারাতে পারেন।

Page Monetization Eligibility Check কিভাবে করবেন

ফেসবুক পেজে মনিটাইজেশন চালু আছে কি না অথবা আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য কি না তা জানতে হলে আপনাকে Page Monetization Eligibility Check করতে হবে।প্রথমে আপনার পেজটির Professional Dashboard এ যেয়ে উপরে ডান কোণায় Monetization অপশন খুঁজে বের করে ক্লিক করুন।সেখানে আপনি কোন কোন ফিচারের জন্য যোগ্য বা অযোগ্য দেখতে পাবেন।

আপনার পেজ যদি যোগ্য হয় তাহলে নিচের তথ্যগুলো দেখতে পাবেন-
  • In-Stream Ads- Active / Eligible
  • Reels Bonus Program- যদি অফার পেয়ে থাকেন Eligible দেখাবে
  • Stars- Enabled / Eligible
  • Fan Subscription- Available / Not available
  • Policy Issues- Policy violation কোনো সমস্যা আছে কিনা
যদি কোনো পলিসি ভাঙা হয় তাহলেও এখানে বিস্তারিত কারণও দেখাবে।আপনার পেজ যদি মনিটাইজেশনের জন্য Ineligible দেখায় তবে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন, পর্যাপ্ত ফলোয়ার বা ভিডিও ভিউ না থাকা, পেজ একটিভ না থাকা, কপিরাইট সমস্যা ইত্যাদি কারণ দেখাবে।

ফেসবুক পেজ মনিটাইজেশন রিভিউয়ের সময় করণীয়

ফেসবুক পেজ মনিটাইজেশন রিভিউয়ের সময় করণীয় বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আপনার সামান্য একটি ভুলও মনিটাইজেশন বাতিলের কারণ হতে পারে।জানুন কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায় এবং নিজের অনলাইন ক্যারিয়ার শুরু করুন।

রিভিউ চলাকালীন নিয়মিত ভিডিও, রিলস, লাইভ ইত্যাদি কনটেন্ট পোস্ট করতে থাকুন।ফেসবুক চায় আপনি এক্টিভ এবং ধারাবাহিক থাকুন।ভিডিও, রিলস, স্ট্যাটাস সবকিছুই নিজে তৈরি করুন।কপি পেস্ট, ডাব করা ভিডিও, অন্য পেজ থেকে নেওয়া কিছুই ব্যবহার করবেন না।

Review চলাকালীন আপনার পূর্বের কনটেন্ট গুলো Facebook পর্যবেক্ষণ করে।কিছু ভিডিও পুরানো হলেও রেগুলারিটি ও অরিজিনালিটি প্রমাণে সহায়ক।Hate Speech, Violence, Adult Content, Misleading Info পোস্ট করবেন না।Comment ও Caption এও খেয়াল রাখুন।পেজের বায়ো, কভার ফটো, প্রোফাইল পিক, about section সম্পূর্ণ ও সঠিকভাবে পূরণ করুন।

Contact Info, Website যদি থাকে, Category সঠিকভাবে দিন।Like দিন, Comment করুন, Tag করুন টাইপ পোস্টে অতিরিক্ত উৎসাহ দেবেন না।Facebook এগুলোকে Engagement bait হিসেবে ধরে নেয়।রাজনৈতিক সম্পর্কিত ও ভুয়া খবর শেয়ার করলে মনিটাইজেশন বাতিল হতে পারে।

রিভিউর এর সময় লাইভ করলে পজিটিভ ইম্প্রেশন পড়ে তাই রেগুলার ভিডিও পোস্ট করুন।প্রতিটি ভিডিও ১-৩ মিনিটের বেশি সময় রাখার চেষ্টা করুন।Meta Creator Studio ব্যবহার করুন।রিভিউ চলাকালীন কনটেন্ট মনিটর করলে আরো পেশাদার ইমপ্রেশন পড়ে।Meta Business Suite বা Creator Studio দিয়ে নিয়মিত কনটেন্ট আপলোড এবং performance ট্র্যাক করুন।

মনিটাইজেশন রিভিউ চলাকালীন সময়টা হলো পরীক্ষার সময়।এই সময়টাতে কনটেন্ট কোয়ালিটি, নিয়মিততা এবং Facebook এর নীতিমালা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনি চাইলে পোস্টগুলোর থাম্বনেইল সুন্দর করে বানিয়ে ভিডিওতে সাবটাইটেল যোগ করে এগুলোও ভালো ইমপ্রেশন তৈরি করতে পারেন।

লেখকের মন্তব্য:কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায়

বর্তমান যুগে অনেকেই জানতে চান কিভাবে একটি মনিটাইজ ফেসবুক পেজ তৈরি করা যায় এবং কীভাবে ফেসবুক কনটেন্ট থেকে আয় শুরু করা যায়।এই লেখায় আমি চেষ্টা করেছি খুব সহজ ভাষায় সেই বিষয়গুলো ব্যাখ্যা করতে যাতে নতুনরাও সহজেই ফেসবুক মনিটাইজেশন বুঝতে পারেন।

ফেসবুকের বিভিন্ন নীতিমালা, পেজ সেটআপ, ইনকাম অপশন, এবং কনটেন্ট কৌশলগুলো নিয়েও এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এই গাইডটি অনুসরণ করে আপনি নিজেই একটি সফল মনিটাইজড ফেসবুক পেজ তৈরি করতে পারবেন।ভালো থাকবেন।ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url