রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫

রাজশাহী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য রাজশাহী রেলওয়ে স্টেশন একটি মুখ্য যাতায়াত কেন্দ্র হিসেবে কাজ করে থাকে।রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে সঠিক ও আপডেটেড তথ্য যেকোনো যাত্রীর জন্য অত্যন্ত জরুরি।
রাজশাহীর- সকল- ট্রেনের- নতুন- সময়সূচী- ও- ভাড়া- ২০২৫

প্রতিদিন হাজারো যাত্রী রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে।কারণ সঠিক তথ্য যাত্রাপথে আপনার পরিকল্পনাকে সহজ করবে এবং সময় ও অর্থ বাঁচাতে সাহায্য করবে।

রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী সহ এই ব্লগে আমরা রাজশাহীর সকল ট্রেনের সময়সূচী ও ভাড়া বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো যা আপনার যাত্রাতে এক সমৃদ্ধ তথ্যভাণ্ডার হিসেবে কাজ করতে পারে।

পেজসূচি পত্র:রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫

রাজশাহী রেলওয়ে স্টেশন

রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫ জানতে রাজশাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের উন্নত ও আধুুনিক সুবিধা সম্পূর্ণ রেলস্টেশন এটাও আমাদের জানা উচিত ।

রাজশাহী বিভাগসহ আশেপাশের বহু জেলার মানুষ যাতায়াতের জন্য রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবহার করে থাকে।১৯৩০ সালের দিকে এই স্টেশনটির স্থাপিত হয় এবং স্টেশনটির পুরনো অবকাঠামো ২০০৩ সালে ধীরে ধীরে আধুনিকভাবে পুনর্নির্মাণ করা হয়।

সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন ট্রেন চলাচলের কারণে রাজশাহী রেলওয়ে স্টেশন বর্তমানে দেশের তৃতীয় বৃহত্তম ও অন্যতম আধুনিক রেলস্টেশন হিসেবে স্বীকৃত।স্টেশনের বর্তমান ভবনটির ছাদের পাখির পাখার ডিজাইনে  মতো দেখতে যা বেশ দৃষ্টিনন্দন।স্টেশনটিতে ৬টি সক্রিয় প্ল্যাটফর্ম ও ৮টি রেললাইন রয়েছে।


প্রতিদিন প্রায় ২০-৪০টি ট্রেন চলাচল করে যার মধ্যে আন্তঃনগর,মেইল,লোকাল ও মালবাহী ট্রেন।যাত্রীসেবার ক্ষেত্রে রাজশাহী স্টেশন তুলনামূলকভাবে অনেক এগিয়ে যেমন আধুনিক ডিজিটাল ডিসপ্লে, ই-টিকিট কাউন্টার, সাধারণ ও বিশেষ বিশ্রামাগার, নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য আলাদা সেবা ব্যবস্থা, নামাজঘর, খাবারের দোকানও রয়েছে।

রাজশাহীর লোকাল কমিউটার ও শাটল ট্রেন

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে শুধু আন্তঃনগর ট্রেনই চলাচল করে না বরং প্রতিদিনই কয়েকটি লোকাল, কমিউটার ও শাটল ট্রেনও চলাচল করে যা আশেপাশের জেলার সাধারণ যাত্রীদের চলাচলে জন্য বেশ উপকারি।

এসব ট্রেন তুলনামূলকভাবে কম ভাড়ায়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর চলাচল করে থাকে। এ সার্ভিসের ওপর ছাত্র ছাত্রী, চাকরিজীবী, কৃষক, শ্রমিকসহ হাজারো মানুষ  নির্ভরশীল।চলুন রাজশাহীর লোকাল কমিউটার ও শাটল ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানা যাক।
ট্রেন নাম ও নাম্বর রাজশাহী থেকে ছাড়ার সময় বন্ধ গন্তব্য পৌঁছানোর সময়
রাজশাহী লোকাল (৫৬৩) সকাল ৬:১০ নেই রহনপুর হয়ে চাঁপাইনবাবগঞ্জ সকাল ৮:৩০ - ১০:০০
লোকাল (৫৬৫) দুপুর ১:০০ নেই চাঁপাইনবাবগঞ্জ দুপুর ২:০০
লোকাল (৫৬৪) রাত ৯:৩০ নেই ঈশ্বরদী রাত ১১:২০
রহনপুর কমিউটার (৫৭) সকাল ৯:১৫ মঙ্গলবার রহনপুর সকাল ১১:১০
রহনপুর কমিউটার (৭৭) বিকেল ৩:০০ মঙ্গলবার রহনপুর বিকেল ৪:৪০
ঈশ্বরদী কমিউটার (৭৮) সন্ধ্যা ৬:৩০ মঙ্গলবার ঈশ্বরদী রাত ৯:০০
চাঁপাইনবাবগঞ্জ শাটল ১ সকাল ৫:৫০ নেই চাঁপাইনবাবগঞ্জ সকাল ৭:১৫
চাঁপাইনবাবগঞ্জ শাটল ৩ বিকেল ৫:১৫ বুধবার চাঁপাইনবাবগঞ্জ বিকেল ৬:৪০

২০২৫ সালের রাজশাহী লোকাল, কমিউটার ও শাটল ট্রেনের ভাড়া

রাজশাহী থেকে রহনপুর ৫০ থেকে ৭০ টাকা,রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ ৩০ থেকে ৫০ টাকা,রাজশাহী থেকে ঈশ্বরদীর ৪০ থেকে ৬০ টাকা।

রাজশাহী থেকে ঢাকা রুটের সময়সূচী ও ভাড়া

রাজশাহী থেকে ঢাকা রুটে পাঁচটি আন্তঃনগর ট্রেন চালু আছে যেগুলো দেশের মানুষকে সাশ্রয়ী, আরামদায়ক ও নির্ভরযোগ্য যাত্রার সুযোগ করে দেয়।চলুন এই ট্রেনগুলোর প্রতিটিরই নির্দিষ্ট সাপ্তাহিক ছুটিরদিন, ছাড়ার সময় এবং ঢাকায় পৌঁছানোর সময় সম্পর্কে জানি।

ট্রেনের নাম ও নং ছুটির দিন ছাড়ার সময় পৌঁছানোর সময়
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) রবিবার সকাল ০৭:৪০ দুপুর ১:১০
পদ্মা এক্সপ্রেস (৭৬০) মঙ্গলবার বিকেল ৪:০০ রাত ৯:১৫
ধূমকেতু এক্সপ্রেস (৭৭০) বুধবার রাত ১১:২০ ভোর ৪:৪০
বনলতা এক্সপ্রেস (৭৯২) শুক্রবার সকাল০৭:০০ দুপুর ১১:৩০
মধুমতি এক্সপ্রেস (৭৫৬) শনিবার সকাল ০৬:৪০ দুপুর ২:০০

রাজশাহী থেকে ঢাকা রুটের ট্রেনের ভাড়া

রাজশাহী থেকে ঢাকার এই গুরুত্বপূর্ণ রুটে পাঁচটি দ্রুতগামী আন্তঃনগর ট্রেনের স্নিগ্ধা, শোভন, এসি, বার্থ কোনটা কেমন ভাড়া নির্ধারণ করা রয়েছে  চলুন জানি।

রাজশাহী- থেকে- ঢাকা- রুটের- ট্রেনের- ভাড়া


রাজশাহী- থেকে- ঢাকা- রুটের- ট্রেনের- ভাড়া

রাজশাহী- থেকে- ঢাকা- রুটের- ট্রেনের- ভাড়া

রাজশাহী- থেকে- ঢাকা- রুটের- ট্রেনের- ভাড়া

রাজশাহী- থেকে- ঢাকা- রুটের- ট্রেনের- ভাড়া


রাজশাহী থেকে দক্ষিণবঙ্গগামী ট্রেনের সময়সূচী ও ভাড়া

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনা, গোয়ালন্দ ঘাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে।চলুন আমরা ২০২৫ সালের তথ্য অনুযায়ী রাজশাহী থেকে দক্ষিণবঙ্গগামী সকল ট্রেনের সময়সূচী ও ভাড়া বিস্তারিতভাবে জানি যানো আপনাকে  যাত্রার পরিকল্পনা করতে সাহায্য করতে পারে।
ট্রেনের নাম ও নং ছুটির দিন রাজশাহী থেকে ছাড়ার সময় পৌঁছানোর সময় গন্তব্য ভাড়া
কপোতাক্ষ (৭১৬) শুক্রবার দুপুর ২.৩০ রাত ৮.২৫ খুলনা S-CHAIR ৳৩৬০,F-SEAT ৳৫৫২,SNIGDHA ৳৬৯০
সাগরদাড়ি (৭৬২) সোমবার ভোর ০৬:০০ দুপুর ১২:১০ খুলনা S-CHAIR ৳৩৬০,AC-S ৳৮২৮টাকা
মহানন্দা (১৬) নেই সকাল ০৭:৫৫ দুপুর ৪:৪০ খুলনা S-CHAIR ৳৩৬০
মধুমতি (৭৫৬) শনিবার ভোর ০৬:৪০ দুপুর ১২.২৪ ভাঙ্গা S-CHAIR ৳ ২৪৫, AC-S ৳ ৫৫৮

রাজশাহী থেকে উত্তরবঙ্গগামী ট্রেনসমূহ ও ভাড়া

পশ্চিমাঞ্চল স্টেশন থেকে প্রতিদিন হাজারো যাত্রী নীলফামারী, চিলাহাটি,পার্বতীপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড়, দিনাজপুর ও লালমনিরহাটসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে।যাত্রার পূর্বে ট্রেনের সঠিক সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানা অত্যন্ত জরুরি যাতে আপনার ভ্রমণ নির্ভুল ও ঝামেলামুক্ত হতে পারে।


আসুন ২০২৫ সালের রাজশাহী থেকে উত্তরবঙ্গগামী নিয়মিতভাবে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের সময়সূচী ও ভাড়াসহ জানি।
ট্রেনের নাম ও নং ছুটি দিন রাজশাহী থেকে ছাড়ার সময় পৌঁছানোর সময় গন্তব্য
বারেন্দ্র (৭৩১) রবিবার দুপুর ৩:০০ রাত ৯:৩০ চিলাহাটি
তিতুমীর (৭৩৩) বুধবার ভোর ০৬:২০ দুপুর ১:০০ চিলাহাটি
বাংলাবান্ধা এক্সপ্রেস(৮০৩) শুক্রবার রাত ৯:০০ ভোর ০৪:৪০ পঞ্চগড়

রাজশাহী থেকে উত্তরবঙ্গগামী ট্রেনের ভাড়া

রাজশাহী- থেকে- উত্তরবঙ্গগামী- ট্রেনের- ভাড়া

রাজশাহী- থেকে- উত্তরবঙ্গগামী- ট্রেনের- ভাড়া

রাজশাহী- থেকে- উত্তরবঙ্গগামী- ট্রেনের- ভাড়া


ট্রেনের আসনবিন্যাস কোনটা কেমন

বাংলাদেশ রেলওয়ের ট্রেনে যাত্রীর প্রয়োজন ও আর্থিক সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের আসন বিন্যাস রয়েছে।সবচেয়ে সাধারণ ও সাশ্রয়ী আসন হচ্ছে শোভন ও শোভন চেয়ার।শোভন আসনে ফোমের সিট থাকে যা তুলনামূলক কম আরামদায়ক তবে এর ভাড়া খুবই কম।

আরামপ্রিয় যাত্রীদের জন্য রয়েছে স্নিগ্ধা ও এসি চেয়ার যেখানে আরামদায়ক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও এসি সুবিধার আসন রয়েছে।দীর্ঘ দূরত্ব,রাতের যাত্রার জন্য এসি বার্থ ও First Berth ক্লাসও রয়েছে।এই ক্লাসগুলোতে ঘুমানোর জন্য বিছানা, বালিশ, চাদর ও নিরিবিলি পরিবেশের ব্যবস্থা রয়েছে।

রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫ জানার সাথে ট্রেনের আসনবিন্যাস কোনটা কেমন তা জানাও প্রয়োজনীয়। আপানি যদি পরিবারের সদস্য নিয়ে আরাম দায়ক একটু স্পেস ও নিরিবিলি ভ্রমণ করতে চান তাইলে এসি বার্থ ক্লাস আপনার জন্য সুবিধাজনক হবে।

মোবাইল দিয়ে ট্রেন লাইভ ট্র্যাক করার নিয়ম

আপনি এখন ঘরে বসেই মোবাইলের SMSএর মাধ্যমে সহজেই ট্রেনের চলার দিক, ছাড়ার সময়, বর্তমান অবস্থান, পরবর্তী স্টপেজ এবং বিলম্ব সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এই সেবাটি বাংলাদেশ রেলওয়ে যাত্রীসেবা সহজতর করতে চালু করেছে। 

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে tr<space> Train no অথবা tr<space> Train name লিখে 16318 নম্বরে পাঠিয়ে দিলেকিছুক্ষণের মধ্যেই SMS এ আপনি ট্রেনটির বর্তমান গন্তব্য, চলমান অবস্থা, ট্রেনের গতি, কোন স্টেশন থেকে কত কিলোমিটার দূরে রয়েছে জানতে পারবেন।

রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫ লেখাটিতে আমরা আপনার ট্রেনে চলাচলের সুবিধার জন্য লেখা।বাংলাদেশ রেলওয়ে যাত্রীসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে তাদের অফিসিয়াল অ্যাপ BR Explorer App চালু করেছে ।আপনি এই অ্যাপ দিয়ে ঘরে বসেই ট্রেনের সময়সূচী, লাইভ ট্র্যাকিং, ট্রেনের স্টপেজ, রুট ম্যাপ এবং অবস্থান সংক্রান্ত তথ্য জানতে পারেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের আশেপাশে হোটেল ব্যবস্থা

রাজশাহী রেলওয়ে স্টেশন এর আশেপাশে হোটেল ও আবাসন সুবিধা রয়েছে। এই স্টেশনকে ঘিরে অল্প বাজেট থেকে শুরু করে মাঝারি ও প্রিমিয়াম মানের থাকার জায়গা গড়ে উঠেছে। ট্রেন যাত্রী, পর্যটক, ব্যবসায়ী ও মেডিকেল ভিজিটরদের জন্য উপযোগী হোটেল যা রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫ জানা থাকলে আপনার যাত্রাতে সাহায্য করবে।


স্টেশনের ঠিক সামনেই কয়েকটি বাজেট হোটেল যেমন সাধারণত ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে Hotel Star International, Hotel Bonolata এবং Hotel Liton রয়েছে.এগুলোতে সাধারণ এসি রুম,নন এসি রুম, টিভি, ওয়াইফাই, ও রুম সার্ভিস সুবিধাও রয়েছে।

স্টেশন থেকে ৫থেকে১০ মিনিটের রিকশা দূরত্বে মিড রেঞ্জ ও মানসম্মত হোটেলও রয়েছে । যেমন Hotel Nice InternationalHotel WarisanRoyal Raj Hotel & Condominium.এসব হোটেলে AC ডিলাক্স রুম, ফ্যামিলি স্যুট, কনফারেন্স রুম, রেস্টুরেন্ট সার্ভিস এবং ২৪ ঘণ্টা সিকিউরিটির ব্যবস্থাও রয়েছে।রুম ভাড়া সাধারণত ২০০০-৩০০০ থেকে শুরু যা সময়ভেদে পরিবর্তন হতে পারে।

এছাড়া পর্যটক ও বিদেশি অতিথিদের জন্য রয়েছে কিছু উচ্চমানের হোটেল যেমন Grand River View Hotel ,Rajshahi - Hotel X যা থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।স্টেশনের পাশেই খাবার ও নাস্তার সুব্যবস্থার জন্য অনেক খাবার হোটেলও রয়েছে ।

ট্রেন ভ্রমণের জন্য জরুরি নির্দেশিকা ও পরামর্শ

রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫ জানার পাশাপাশি বাংলাদেশে ট্রেন ভ্রমণ আরামদায়ক, সাশ্রয়ী এবং তুলনামূলক নিরাপদ হলেও আপনার যাত্রা আরও নির্বিঘ্ন ও নিরাপদ করতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।যাত্রার তারিখ নির্ধারণ হওয়ার পরপরই টিকিট কেটে রাখা বুদ্ধিমানের কাজ হবে। ভ্রমণের দিন অবশ্যই আপনার টিকিট, জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে ভুলবেন না।

ট্রেনে উঠার আগে নির্দিষ্ট প্ল্যাটফর্ম ও ছাড়ার সময় নিশ্চিত হয়ে নিন।স্টেশনে কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত হওয়ার চেষ্টা করুন।ব্যাগ, মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখুন। যাত্রার সময় হঠাৎ অসুস্থতা হলে অথবা অন্য কোনো জরুরি প্রয়োজন পরলে সহযাত্রীদের,নিকটস্থ রেল পুলিশের সহায়তা নিন।

যাত্রা শেষে ট্রেন থেকে নামার সময় আসনটি পরিস্কার রাখুন এবং নিজের জিনিসপত্র সব নিয়েছেন কিনা নিশ্চিত হয়ে তারপর নামুন।আপনার সচেতন ও দায়িত্বশীল ভ্রমণ আপনার ট্রেন যাত্রাকে আরও নিরাপদ ও সুন্দর করে তুলতে সাহায্য করবে।

লেখকের মন্তব্য:রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫

রাজশাহীর সকল ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫ এই লেখাটিতে আমরা চেষ্টা করেছি ২০২৫ সালের রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে।রেলভ্রমণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ দূরপাল্লার যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবীতাদের জন্য ট্রেন একটি নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও আরামদায়ক বাহন। 

আপনার যাত্রাকে সহজতর ও তথ্যভিত্তিক করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।এই লেখাটি যদি আপনার উপকারে আসে তবে আমরা সার্থক।আপনার যাত্রা হোক নিরাপদ, আনন্দময় ও স্মরণীয়।ভালো থাকবেন।ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url